Home সংবাদসিটি টকস বিষাদের সুর আকাশেও

বিষাদের সুর আকাশেও

পুজো শেষ। ফাঁকা ঘটে মাখা বিষাদের সুর। এরই মধ্যে সকাল থেকেই মুখ ভার আকাশের। ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে ইতি-উতি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজো শেষ। ফাঁকা ঘটে মাখা বিষাদের সুর। এরই মধ্যে সকাল থেকেই মুখ ভার আকাশের। ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে ইতি-উতি। এক পশলা হালকা বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গেছে শহর কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, একাদশীতে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে কলকাতার (Kolkata) আকাশেও এদিন সকাল থেকেই বৈচিত্র্য চোখে পড়ছে। কোথাও রোদ ঝলমলে আকাশ তো কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। তবে ক্ষণিকের বৃষ্টিতে উধাও ভ্যাপসা গরম।

করোনা মহামারির কারণে দু’বছর সেভাবে পুজোর আনন্দে গা ভাসাতে পারেননি বঙ্গবাসী। তবে এবার করোনা বেশ খানিকটা নিয়ন্ত্রণে। তাই প্যান্ডেল হপিংয়ে তেমন বাধা ছিল না। স্বাভাবিকভাবেই উৎসবপ্রেমী মানুষ তাই প্রতিমা দর্শনে মহালয়ার পর থেকেই বেরিয়ে পড়েছিলেন। তবে ষষ্ঠী থেকে বারবার কার্যত অসুরের ভূমিকা পালন করেছে বৃষ্টি। এই মণ্ডপ থেকে সেই মণ্ডপে যাতায়াতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। একাদশীর সকালেও অব্যাহত সেই একই ধারা। বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন চাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৮ অক্টোবর শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেরও কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Comment