কলকাতা টুডে ব্যুরো: আনন্দে পিছিয়ে নেই মুম্বাইও। হাজার ব্যস্ততার মাঝেও পুজোর আনন্দে ভাটা পড়েনি ফিল্ম সিটিতে। অন্যান্য বলিউড সেলিব্রিটিদের মতোই পূজোর আনন্দে মেতেছেন কাজল। অভিনয়টা নিজের মতোই করে গিয়েছেন সারা জীবন। সমালোচনা, প্রশংসা, কোনও কিছুই সে ভাবে গায়ে মাখেননি।ব্যক্তিগত জীবনেও একই রকম কাজল। জন্মসূত্রে বাঙালি হলেও, বাঙালিয়ানা জাহির করার তাগিদ কোনও দিনই সে ভাবে অনুভব করেননি তিনি। তবে বছরের কয়েকটি দিন আলাদা কথা। মুম্বইয়ে মুখুজ্যেদের দুর্গাপুজোর মধ্যমণি তিনিই। খাবার পরিবেশন থেকে মাটিতে মাথা ছোঁয়ানো, কোনও কিছুই বাদ দেন না।এই বছরও সেই চেনা ভঙ্গিতেই ধরা দিলেন কাজল। ষষ্ঠীর সন্ধেয় বাপের বাড়ির পুজোয় হাজির হলেন তিনি।
ষষ্ঠীর সন্ধের জন্য হলুদ রঙের বেনারসী শাড়ি, চুলের সামনের দিকের অংশ ব্রেইডের আকারে আটকে, পিঠের উপর ছেড়ে রেখেছিলেন চুল। সাজগোজ ছিল ন্যূনতমই। কপালে টিপ, গলায় হার। তবে হাত এবং কান খালি রেখেছিলেন কাজল। ষষ্ঠীর সন্ধেয় পুজোর প্যান্ডলে দেখা গেল কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়কে। ছিলেন তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায়ও। বাড়ির সব ভাই-বোনেরা মিলে খোশগল্পে মশগুল ছিলেন। শেষ মুহূর্তে প্যান্ডেল এবং মণ্ডপসজ্জাও খুঁটিয়ে দেখে নিচ্ছিলেন তাঁরা। তারই ফাঁকে আবার নিজস্বী তুলতেও ব্যস্ত থাকলেন তাঁরা। বাড়ির নবীন-প্রবীণ, প্রায় সব সদস্যই ধরা দিলেন এক ফ্রেমে।