Home বিনোদনবলিউড Ranbir Kapoor: মহারাষ্ট্রের সেরা নাগরিকের সম্মান পেলেন রণবীর কাপুর

Ranbir Kapoor: মহারাষ্ট্রের সেরা নাগরিকের সম্মান পেলেন রণবীর কাপুর

by Web Desk
Ranbir Kapoor: মহারাষ্ট্রের সেরা নাগরিকের সম্মান পেলেন রণবীর কাপুর

বাজার গরম রণবীর কাপুরের

এখন একপ্রকার বাজার গরম রণবীর কাপুরের। ২০২৩ এ বক্স অফিস মাতিয়েছে এই তারকা। যার জন্য একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও এসেছে রণবীর কাপুরের ঝুলিতে। এবার মহারাষ্ট্রের সেরা নাগরিকের সম্মান পেলেন অভিনেতা।

বৃহস্পতিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের সেরা নাগরিকের সম্মান পেয়েছেন রণবীর। সেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রও। ঋষিপুত্রের এমন সাফল্যে উচ্ছ্বসিত তিনিও। মহারাষ্ট্রের সেরা নাগরিকের সম্মান পেতেই রণবীরকে আলিঙ্গন করে চুমু খেলেন জিতেন্দ্র।

তবে নজর কাড়ল প্রবীন অভিনেতার প্রতি রণবীরের আচরণ। প্রচন্ড ভিড়ের মাঝে জিতেন্দ্রকে বাঁচাতে যেভাবে আগলে রাখলেন রণবীর, তা সত্যিই প্রশংসার দাবিদার। আর পাপারাজ্জিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগও হাতছাড়া করলেন না।

বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রকে গাড়ি পর্যন্ত আগলে নিয়ে গেলেন রণবীর কাপুর

একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেখানে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের শেষে বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রকে গাড়ি পর্যন্ত আগলে নিয়ে গেলেন রণবীর কাপুর। শুধু তাই নয়, নিজে গাড়ির দরজাও খুলে দিলেন তিনি। আর গুরুজনের প্রতি ‘অ্যানিম্যাল’ অভিনেতার এমন আচরণেই মুগ্ধ নেটপাড়া। এর আগেও জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে ফটোশিকারিরা ওয়াহিদা রহমানের সামনে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি করায় রণবীর কাপুরকে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হতেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অতীতে একবার ঋষি কাপুর আক্ষেপ করে বলেছিলেন, এখনকার প্রজন্ম গুরুজনদের সম্মান করতে জানে না। তবে আজ তিনি বেঁচে থাকলে যে ছেলের এমন কীর্তি দেখে বেশ খুশি হতেন, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Comment