কলকাতা টুডে ব্যুরো: একবালপুর নিয়ে এবার মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার। পাঁচ থেকে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা রয়েছে বলে দাবি করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
এক সাংবাদিক সম্মেলনে গোয়েল বলেন, ‘এই ঘটনায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ৯ অক্টোবর এই ঘটনা হওয়ার সাথে সাথেই পুলিশ হস্তক্ষেপ করেছিল। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।’ কলকাতার পুলিশ কমিশনার আরও বলেন যে সমস্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাঁচটি মামলা শুরু করা হয়েছে।