কলকাতা টুডে ব্যুরো: দেবী মা দুর্গার হাতে তৃনমূলের দলীয় পতাকা ধরিয়ে মা দুর্গা কে অবমাননার অভিযোগে বিক্ষোভ পদযাত্রার আয়োজন করা। এই ঘটনার প্রতিবাদে হুগলীর গুড়াপে তেলাকোনা দুর্গা মন্দির থেকে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভকারীরা। এরপর গুড়াপের হাসমপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সবাই মূল বক্তব্য রাখেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ” তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা লাগিয়েছে। যে পার্টি শুধু বিধানসভায় মেজরিটি নয় জেলের ভিতরেও মেজরিটি পাওয়ার পথে। কয়েকদিন পরে জেলের ভিতরেও সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে এই পার্টি। সব সময় সেকুলারিজম এর নামে হিন্দু সংস্কৃতি হিন্দুর দেবদেবীকে আক্রমণ করে।”
শুভেন্দু তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “মমিনপুর জ্বলছে তাই কথা বেশি বাড়াবো না। আমি শুধু এইটুকুই বলবো পশ্চিমবঙ্গের সনাতনী দেব দেবী হিন্দু সংস্কৃতি আর ভারতে বসে জিহাদের কাজ যদি করেন মানুষকে নিয়ে কি করে উপড়ে ফেলতে হয়, আমরা সেটা জানি সেটা আমরা করব।