Home সংবাদসিটি টকস শুষ্ক আবহাওয়া, তবুও দেখা নেই শীতের

শুষ্ক আবহাওয়া, তবুও দেখা নেই শীতের

শুষ্ক আবহাওয়া শহরজুড়ে। কিছু কিছু জায়গায় রাত বাড়লে কুয়াশাও থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, "এই মুহূর্তে নিম্নচাপের কোনরকম কিছু নেই

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শুষ্ক আবহাওয়া শহরজুড়ে। কিছু কিছু জায়গায় রাত বাড়লে কুয়াশাও থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, “এই মুহূর্তে নিম্নচাপের কোনরকম কিছু নেই।  আগামী ৪৫ দিন শুষ্ক ওয়েদার থাকবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে কিছুটা। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। আগামী চার পাঁচ দিন তাপমাত্রা স্বাভাবিক দিকের কাছাকাছিই থাকবে। কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের তাপমাত্রা সব  সর্বনিম্ন থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমে জেলাগুলিতে আরেকটু কম থাকবে রাতের তাপমাত্রা।’

Related Articles

Leave a Comment