কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল বড় দায়িত্ব দিল কুণাল ঘোষকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র Kunal Ghosh কে দায়িত্ব দিল জোড়াফুল শিবির। তৃণমূল সূত্রের খবর, হলদিয়া পুর নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর গড় হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
মঙ্গলবার থেকেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। নতুন দায়িত্ব পাওয়ার পর কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দলে পর্যবেক্ষক বলে আপাতত কোনও পদ নেই। আমাকে দলের তরফে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে সংগঠনের যাঁরা সংগঠক, নেতা, পদাধিকারী, জন প্রতিনিধি সবাই খুব ভালো কাজ করছেন। নেত্রী আমাকে মূলত সহযোগী হিসেবে এই এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছেন। এখানে একটু বেশি সময় দিয়ে যাঁরা কাজ করছেন তাদের সহযোগীর ভূমিকা পালন করব।’