কলকাতা টুডে ব্যুরো: রাজ্য তথা দেশের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় যাদবপুর। সেই বিশ্ববিদ্যালয় এখন চূড়ান্ত অর্থ সঙ্কটে। কেন্দ্রীয় সরকার দিচ্ছে না টাকা। তবে রাজ্য পর্যাপ্ত টাকা দিচ্ছে। এমনটাই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী’র দাবি, কেন্দ্রের কাছ থেকে বিশ্ববিদ্যালয় পাবে ৩০ কোটি টাকা।
তবে তা দিচ্ছে না কেন্দ্র সরকার। তিনি বলেন, বর্তমান শিক্ষাবর্ষে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়কে ২৮ কোটি টাকা দিয়েছে। সেই সাহায্য ছাড়া সম্ভব হত না পড়াশুনো- গবেষণা চালানো। শুধু তাই নয় ব্রাত্য বসু এদিন বলেন, ‘ইনস্টিটিউট ফর এক্সিলেন্স’- এর জন্য কেন্দ্রকে বারবার চিঠি দেওয়া হলেও মেলেনি উত্তর। অথচ রাজ্য তা করতে প্রয়োজনীয় টাকা দিচ্ছে। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় যতগুলি শূন্যপদের জন্য আবেদন করে রাজ্য তাতেই অনুমোদন দেয়।