কলকাতা টুডে ব্যুরো: ডেঙ্গু সংক্রমণ শহর কলকাতায় বেড়ে চলেছে এই পরিস্থিতিতে একজন দায়িত্বশীল মেয়রের কখনো হাতে গ্লাভস পড়ে হাতে শাবল নিয়ে রাস্তায় নেমে নাটক করা উচিত নয়। জানালেন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর সজল ঘোষ। শুক্রবার তিনি নিজের ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে স্বচ্ছতা গড়ে তোলা মানুষকে সচেতন করে তোলা ও মশার লার্ভা নিধনের উদ্দেশ্যে রাস্তায় নামেন তিনি। তার বক্তব্য, ‘মেয়রের উচিত শহর কলকাতার সবকটি ওয়ার্ডে জাতের নিয়মিত ডেঙ্গি প্রতিরোধে মশা লার্ভা নিধনের কাজ ঠিকঠাক মত হয়। তা অর্গানাইজ করা।’
তিনি জানান, “এ রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে মতাদর্শগত ও রাজনৈতিক মত বিরোধ ও লড়াই থাকলেও, কলকাতার মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে আমরা যারা বিজেপির প্রতিনিধি আছি তাদের কেউ আরও দায়িত্বশীল হয়ে নিজ নিজ এলাকায় ডেঙ্গি প্রতিরোধের কাজে সামিল হতে হবে। ডান বাম বিভাজন করে সময় নষ্ট করার সময় এটা নয়।