কলকাতা টুডে ব্যুরো:বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের ঘরে এল ফুটফুটে একরত্তি। বাবা-মা হলেন তাঁরা। জন্ম দিলেন কন্যা সন্তানের। এই বছরেই অগস্ট মাসে মা হওয়ার খবর দেন বিপাশা। বাঙালি মতে সাধের অনুষ্ঠানও হয় তাঁর। গর্ভাবস্থায় তাঁর শুটের ছবি বেশ ভাইরাল হয়েছিল।
শনিবার সকালে পৃথিবীতে এসেছে এই দম্পতির সন্তান। সন্তান জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মেয়ের নাম জানিয়েছেন তাঁরা। একটি পোস্টে সদ্যোজাতর গোলাপী পায়ের ছবি দিয়ে জানানো হয়েছে মেয়ের নাম রাখছেন দেবী বসু সিংহ গ্রোভার।
দিন কয়েক আগেই সাধ অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছিলেন বিপাশা। ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ পোশাক বিধিতে সেজে হাজির হয়েছিলেন আমন্ত্রিতরা। সেসব পেরিয়ে অপেক্ষার অবসান ঘটেছে আজ। মা হলেন বিপাশা। শুরু নতুন যাত্রা পথের। শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। উল্লেখ্য, দিন কয়েক আগেই মা হয়েছেন অপর এক বলি অভিনেত্রী আলিয়া।