কলকাতা টুডে ব্যুরো: সাধারণ মানুষ থেকে সেলিব্রটি, দুর্গা পুজো মানেই সব ব্যস্ততাকে দূরে রেখে শারদোৎসবের আনন্দে গা ভাসানো। টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীও কিন্তু, মোটেই এর ব্যতিক্রম নয়। নবমীর রতে মণ্ডপে জমিয়ে ধুনুচি নাচ নাচলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। গাঢ় সবুজ রংয়ের শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ আর খোলা চুলে স্টাইলিশ মিমি চক্রবর্তীর ধুনুচি নাচ সোশ্যাল মিডিয়ায় সুপারহিট।
মিমির নাচের ভিডিয়ো ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করতেই লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে ধুনুচি হাতে নিয়ে প্রণাম করে নাচ শুরু করেন মিমি। তাঁর সঙ্গে ধুনুচি নাচে পা মেলালেন দু-এক জন মহিলাও। মিমি চক্রবর্তীর এই ধুনুচি নাচ কিন্তু, প্রত্যেকবারই ভক্তদের মুগ্ধ করে।