কলকাতা টুডে ব্যুরো: মেঘালয় সফর থেকে ফের বিজেপিকে নিশানা করে তীর ছুড়ঁলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানান, দিল্লি গিয়ে আগেও মেঘালয় নিয়ে প্রতিবাদ করা হয়েছে মেঘালয় নিয়ে। আবারও করা হবে। মেঘালয় নিয়ে ফের সরব হবেন তিনি।
তাঁর কথায়, ‘এখানের জনজাতির ভাষা নিয়ে আমাদের আন্দোলন হবে। সামনের সংসদের অধিবেশনে ফের ভেতরে ও বাইরে এই নিয়ে আন্দোলন চলবে’। শুধু তাই নয় এনআরসি নিয়েও এদিন মুখ খোলেন অভিষেক।
তিনি বলেন, ‘এনআরসি হতে দেব না। মেঘালয়ের মানুষকে বোঝাতে হবে তাঁরা এখানকারই বাসিন্দা। আমরা অসমেও এর প্রতিবাদ করেছিলাম। আমাদের প্রতীকে ফুলের তিনটি পাপড়ি, কারণ একটা খাসি, একটা গারো, একটি জয়ন্তীয়া। খাসি আর গারো পাহাড়ে আমাদের সভা হল। এর পরের লক্ষ্য আমার জয়ন্তীয়া পাহাড়’। শুধু বিজেপি নয় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল কংগ্রেসও। তাঁর মতে, দেশে তৃণমূলই একমাত্র দল যাদের বিজেপিকে হারানোর ক্ষমতা আছে। তাছাড়া কংগ্রেস ময়দানে থাকে না ওদের শুধু সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। বাংলা দেখিয়ে দিয়েছে বিজেপিকে। মেঘালয়ের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক।