Home সংবাদসিটি টকস ‘কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকা আটকানোর দাবি করেননি’:শুভেন্দু

‘কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকা আটকানোর দাবি করেননি’:শুভেন্দু

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বকেয়া ৫৮৪ কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পেয়েছে রাজ্য সরকার। আর তারপরেই উলটো সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর  গলায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বকেয়া ৫৮৪ কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পেয়েছে রাজ্য সরকার। আর তারপরেই উলটো সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর  গলায়। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্য বিজেপির তরফে তাঁরা কোনওদিন কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকা আটকানোর দাবি করেননি।

কেন্দ্র সরকারের কাছে রাজ্যের পাওনা টাকা চেয়ে একাধিকবার দরবার করেছে নবান্ন। অন্যদিকে রাজ্যের প্রথম সারির বিজেপি নেতাদের তরফে রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে বহু অভিযোগ জানানো হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং কেন্দ্রের কাছে রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। রাজ্য খাদ্য দফতরের বিরুদ্ধে নালিশ করে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী পীয়ূষ গোয়েলকেও চিঠি লিখেছিলেন তিনি। রাজ্য বিজেপি নেতাদের এত অভিযোগ সত্ত্বেও কেন্দ্র বাংলাকে প্রাপ্য টাকা পাঠানো শুরু করেছে। এর আগে চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকারকে সর্বশিক্ষা মিশনের খাতে প্রায় এক হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার। এরপর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে রাজ্যকে ৫৮৪ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ ৫৫০০ কোটি টাকা। যার প্রথম দফার টাকা দিয়েছে বিজেপিশাসিত কেন্দ্র সরকার।

শুভেন্দু ঐদিন বলেন, “পশ্চিমবঙ্গে বালির রাস্তা থাকুক আমরা চাইনা, আমরা চাই কংক্রিটের রাস্তায় পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে গ্রাম এবং ছোট শহর গুলো সুন্দর করে গড়ে উঠুক। সেই কারণে আমরা আগেই বলেছিলাম নাম পরিবর্তন করা যাবে না।”

Related Articles

Leave a Comment