কলকাতা টুডে ব্যুরো:বিশিষ্ট সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খানের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদ্মসম্মান প্রাপ্ত সঙ্গীত শিল্পী রশিদ খান এবং তার পরিবারের সদস্যদের ওপর হেনস্তার অভিযোগ উঠতেই সরব হন শুভেন্দু অধিকারী। পদ্মভূষণ ওস্তাদ রশিদ খান শাস্ত্রীয় সংগীতের শ্রদ্ধেয় গায়ক।অভিযোগ,চিংড়িঘাটার সামনে গাড়ি আটকায় পুলিশ, টাকা না দিতে চাওয়লে চালককে ড্রিংক অ্যান্ড ড্রাইভার কেস দেওয়ার হুমকি দেন। এমনকি ড্রাইভার এর লাইসেন্স পর্যন্ত কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বলেন,প্রথমে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের আধিকারিকরা তাঁর গাড়ি থামিয়ে চালকের কাছ থেকে ঘুষ চেয়েছিল অন্যথায় তারা মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ চাপানোর হুমকি দেয়। টাকা দিতে অস্বীকার করলে তারা গাড়িটি প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে তাকে আটক করে। সেলিব্রেটিরা যদি এমন হয়রানির শিকার হন তাহলে বাংলার সাধারণ মানুষের দুর্দশার কথা ভাবুন।” তিনি নিজেও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন বলে দাবি শুভেন্দু অধিকারীর।কলকাতা পুলিশ রশিদ খানের প্রতি যে আচরণ করেছেন তার কড়া নিন্দা করেন ট্যুইটে।