এসএসসির চারটি মামলায় একসঙ্গে চূড়ান্ত চার্জশিট দিচ্ছে সিবিআই
এসএসসির চারটি মামলায় একসঙ্গে চূড়ান্ত চার্জশিট দিচ্ছে সিবিআই। নিয়োগ সংক্রান্ত ওই চারটি মামলারই তদন্ত শেষ হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, আরও একটি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা উঠে এসেছে। চার্জশিটে তার উল্লেখ থাকবে ।
উচ্চ আদালতের তরফে বলা হয়েছিল, জানুয়ারির নির্দিষ্ট তারিখের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে সোমবার চার্জশিট জমা করল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে একসঙ্গে চারটি মামলায় অতিরিক্ত চার্জশিট দিচ্ছে সিবিআই। সূত্রের খবর প্রাথমিকের মামলায় চার্জশিট দিচ্ছে না সিবিআই।
অতিরিক্ত চার্জশিট পেশ করছে সিবিআই
প্রাথমিক ছাড়া এসএসসির সব মামলা— নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করছে সিবিআই।
নবম-দশম নিয়োগের মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই এমনটাই জানা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর, এগুলি এই মামলায় নতুন নাম। এই মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হয়েছিলেন। এবার তার সঙ্গে নাম জুড়ল পার্থ-সহ সাত জনের ।
সিবিআই সূত্রে খবর, এসএসসির একটি মামলার চার্জশিটে শিক্ষা দফতরের আধিকারিকের নাম রয়েছে
সিবিআই সূত্রে খবর, এসএসসির একটি মামলার চার্জশিটে শিক্ষা দফতরের আধিকারিকের নাম রয়েছে। আগে সাক্ষী ছিলেন, এমন তিন জনকে নতুন চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে।
গত নভেম্বরে সুপ্রিম কোর্টের অনুমতি ছিল, এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে যে তদন্ত করছে সিবিআই, সেই সমস্ত তদন্ত দ্রুত শেষ করতে হবে। এই মামলাগুলির শুনানিতে ক্রমাগত দেরি হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেছিলেন মামলাকারীরা। তার পরেই সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছিল। সব নিয়ম মেনে আজ অর্থাৎ জানুয়ারির ৮ তারিখ চূড়ান্ত চার্জশিট দিল সিবিআই। জানাল, চারটি মামলায় তাদের তদন্ত শেষ। সেই সূত্র ধরে তাদের হাতে উঠে এসেছে একাধিক নতুন তথ্য । পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছে নতুন অভিযোগে।