Home সংবাদসিটি টকস রাজ্য বিজেপির লোকসভা নির্বাচন পরিচালনা কমিটি তৈরির দিকে চলছে

রাজ্য বিজেপির লোকসভা নির্বাচন পরিচালনা কমিটি তৈরির দিকে চলছে

by Web Desk
west-bengal-bjp-lok-sabha-election-committee

লোকসভা নির্বাচন পরিচালন কমিটি

এবার রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে থেকেই দলের লোকসভা নির্বাচন পরিচালন কমিটি তৈরি হতে চলেছে। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।  সেভাবে কিছু ঘোষণা না হলেও এই কমিটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বৈঠকে বসছেন রাজ্য নেতৃত্ব। এই কমিটিতে  রাজ্য বিজেপির শীর্ষ  নেতারা না থাকলেও, নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটিতে থাকবেন অনেকেই। তাঁদের সকলকেই মঙ্গলবারের বৈঠকে ডাকা হয়েছে।

কে হবেন এই কমিটির কর্তা?

কে হবেন এই কমিটির কর্তা? বিজেপি সূত্রে খবর, দলীয় নেতৃত্ব সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেও তা এখনই বলতে রাজি নন। অন্যদিকে এক সূত্র মারফত জানা যাচ্ছে,দলের পাঁচ রাজ্য সাধারণ সম্পাদকের মধ্যে এক জনকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। এই মুহূর্তে রাজ্য বিজেপিতে পাঁচ জন সদস্য ওই পদে রয়েছেন। তাঁদের মধ্যে দু’জন সাংসদ ও দু’জন বিধায়ক। এক মাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি জনপ্রতিনিধি নন। সে ক্ষেত্রে তাঁর হাতে কমিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে বলে অনেকে মনে করছেন।

বড় কর্মসূচিতে জগন্নাথকেই ‘নেতৃত্বে’ রাখা হয়েছিল

প্রসঙ্গত, ধর্মতলায় অমিত শাহের সভা-সহ বেশ কয়েকটি সাম্প্রতিক বড় কর্মসূচিতে জগন্নাথকেই ‘নেতৃত্বে’ রাখা হয়েছিল। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার মতে, এই বিষয়কে  উপেক্ষা করা যাচ্ছে না । তবে তার মতে, ‘‘আমরা মাথানির্ভর দল নই। কর্মীনির্ভর দল। আমাদের নীতি আগে লেজ ঠিক করা, পরে মাথা। তাই কোনও জল্পনা না রাখাই শ্রেয়।’’

Related Articles

Leave a Comment