ফের সাংসদ-অভিনেতা দেবকে সমন পাঠাল ইডি
ফের সাংসদ-অভিনেতা দেবকে সমন পাঠাল ইডি । ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হয়েছে তাঁকে। এই বিষয়ে প্রতিহিংসার রাজনীতি চলছে বক্তব্য তৃণমূলের একাংশের । বিষয়টি নিয়ে অভিনেতা-সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সূত্রে খবর, গরু পাচার মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে তলব করেছে ইডি। সমস্ত নথি নিয়ে তাঁকে দেখা করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “দেব যেহেতু বলেছে, বিজেপির সামনে ঝুঁকেগা নেহি। তৃণমূলেই থাকবেন। তাই প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন।”
উল্লেখ্য কয়েক দিন আগেই রাজ্য়ের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছিলেন, “দেবকে সিবিআই ডেকেছিল। নিজাম প্যালেসে গিয়েছিল। এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে। সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গিয়েছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি।” এর কয়েকদিনের মধ্যেই দেবকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাত
জানা যাচ্ছে, সম্প্রতি ঘাটালের তারকা সাংসদকে নিয়ে ওঠা নানা জল্পনার অবসান হয়েছে শনিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতে জট কেটেছে ইতিমধ্যেই। এর থেকে পুরোপুরি স্পষ্ট হয়েছে, দেব দলেই থাকছেন। এনিয়ে কোনও জল্পনা নেই। তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে লড়বেন তিনি, তা প্রায় নিশ্চিত। শনিবারের বৈঠক, সাক্ষাতে বোঝা গেল, কোনও জট নেই। ‘দিদি’র সঙ্গে নির্বাচনী লড়াইয়ে প্রস্তুত নায়ক।