Home সংবাদবর্তমান আপডেট Sandeshkhali: একইদিনে সন্দেশখালি অভিযান বাম-বিজেপি-কংগ্রেসের, প্রবল অশান্তির আশঙ্কা, প্রস্তুত পুলিশ-ব়্যাফ

Sandeshkhali: একইদিনে সন্দেশখালি অভিযান বাম-বিজেপি-কংগ্রেসের, প্রবল অশান্তির আশঙ্কা, প্রস্তুত পুলিশ-ব়্যাফ

by Web Desk
Sandeshkhali: একইদিনে সন্দেশখালি অভিযান বাম-বিজেপি-কংগ্রেসের, প্রবল অশান্তির আশঙ্কা, প্রস্তুত পুলিশ-ব়্যাফ

সন্দেশখালি অভিযান

গত কয়েকদিনে সন্দেশখালির চিত্র দেখেছে সকলে। এলাকাবাসীদের সঙ্গে দেখা করতে গিয়ে  অসুস্থ হয়ে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপি, কংগ্রেস ও বামেরা যাচ্ছেন সন্দেশখালি। ফলে নতুন করে অশান্তির আশঙ্কা। যার জেরে এলাকায় মোতায়েন পুলিশ ও ব়্যাফ। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা।

উল্লেখ্য সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির আন্দোলন জারি ছিল বুধবার। সেই অভিযানকে কেন্দ্র করে মঙ্গল ও বুধবার উত্তাল হয়ে বসিরহাট ও টাকি। আজ অর্থাৎ শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি যাওয়ার কথা বিজেপি বিধায়কদের।

এদিকে তফশিল কমিশনের সদস্যরাও আজ যাচ্ছেন ওই এলাকায়। এদিকে নির্যাতিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস অধীর চৌধুরীও যাবেন সন্দেশখালি। যাওয়ার কথা রয়েছে বামেদেরও। আর একইদিনে বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্রে অশান্ত হয়ে উঠতে পাড়ে এলাকা। সেই আশঙ্কা প্রবল। তাই আগেভাগেই প্রস্তুত পুলিশ। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা।

শুভেন্দু অধিকারীর দাবি, তাঁদের সন্দেশখালি অভিযান বাতিলের আর্জি জানিয়ে ইতিমধ্যেই তাঁকে মেল করেছেন এসপি। কারণ হিসেবে জানানো হয়েছে ১৪৪ ধারার কথা। তবে নিজের অবস্থান অনড় বিরোধী দলনেতা। তিনি জানিয়েছে, যে এলাকায় ১৪৪ ধারা জারি নেই সেখানেই যাবেন তাঁরা।

Related Articles

Leave a Comment