নিজস্ব প্রতিনিধিঃ অ্যানজিওপ্লাস্টির পর সঙ্কটমুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাম করেন। সেখানে দেখা যায় বিসিসিআই সভাপতির ধমনীতে তিনটি ব্লকেজ আছে। যে ব্লকেজ থেকে শনিবার সকালে মৃদু হৃদরোগে আক্রান্ত হন সৌরভ সেখানে স্টেন্ট বসিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। আরও যে দুটি ব্লকেজ পাওয়া গিয়েছে সেখানে পরবর্তীতে আরও দুটি স্টেন্ট বসানো হবে নাকি বাইপাস সার্জারি করা হবে, সেই সিদ্ধান্ত চিকিৎসকরা দ্রুত নিতে চাইছেন। যাতে ভবিষ্যতে আর কোনও বিপদের সম্ভাবনা না থাকে। সৌরভের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। স্টেন্ট বসানোর পর সৌরভের অবস্থা স্থিতিশীল। এখনও তিন-চারদিন হাসপাতালে থাকতে হবে প্রাক্তন ভারত অধিনায়ককে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি টুইটারে লেখেন, ‘জেনে খারাপ লাগছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি’।
সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলি দেশের আইকন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
সৌরভের খোঁজ নিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করলেন পশ্চিমবঙ্গের বিজেপি-র অন্যতম পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। সৌরভের দাদা স্নেহাশিসের সঙ্গেও কথা হয় অমিতের।