নিজস্ব প্রতিনিধিঃ ভাই-বোনের সম্পর্ক মানেই একরাশ স্নেহ-ভালবাসার। সঙ্গে মজা, মস্করা, খুনসুটি। শ্বেতা বচ্চন নন্দ এবং অভিষেক বচ্চনও ব্যতিক্রম নন। বলিউডের এই হেভিওয়েট ভাই-বোন জুটি একে অন্যকে খুনসুটি করার একটা সুযোগও হাতছাড়া করেন না। তাই করণ জোহরের টক শো-তে ‘দুষ্টু’ দিদির সব সিক্রেট উগরে দিয়েছেন অভিষেক। এমনকি শ্বেতার ছোটবেলার ক্রাশের কথা বলতেও বাদ রাখলেন না অভিনেতা।
স্কুলে পড়ার সময় আমির খানের বিরাট বড় ফ্যান ছিলেন অমিতাভ-কন্যা শ্বেতা। ভাই অভিষেক জানালেন, আমির সে কথা জানতে পেরে শ্বেতার প্রত্যেক জন্মদিনে একটা করে চিঠি লিখতেন। যদিও শ্বেতা মোটেই তেমনটা মনে করেন না। অমিতাভ-কন্যার কথায়, ‘আমাদের দু’জনের জন্মদিন একই মাসে হওয়ায় আমির আমার কথা মনে করে চিঠি লিখত।’ উল্লেখ্য, আমিরের জন্মদিন ১৪ মার্চ। ঠিক তার ৩ দিন পর, অর্থাৎ ১৭ মার্চ শ্বেতার জন্মদিন।
তবে বিষয়টা শুধু চিঠি লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বোস্টনে পড়াশোনা করার সময় আমিরের লাইভ-শো দেখতে যাওয়ার জন্য অভিষেককে লিমুজিন ভাড়া করতে বাধ্য করেছিলেন শ্বেতা। প্রায় দেড় ঘণ্টা গাড়ি চালিয়ে দিদিকে প্রিয় নায়কের সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন অভিষেক।
বচ্চন পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও অভিনয় জগৎ থেকে নিজেকে বরাবর শত হাত দূরে রেখেছেন শ্বেতা। বলিউডকে ভালবাসলেও নিজের স্বতন্ত্র কেরিয়ার গড়ে তুলেছেন তিনি। বলিউডের এই স্টারকিড একটি ফ্যাশন কোম্পানির কর্ণধার। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, খুব শীঘ্রই শ্বেতার দুই সন্তান নব্য ও অগস্ত বলিউডে পা রাখতে চলেছেন।