কলকাতা, ২৭ জানুয়ারি: বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী অরূপ রায়। বুকে ব্যথা নিয়ে অলিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। এদিন সকাল থেকেই অনুগতদের ভিড় ছিল নার্সিংহোমের সামনে। বেরিয়ে তাঁদের উদ্দেশে রাজ্যের সমবায় মন্ত্রী বললেন, ‘হাসপাতালে চিকিৎসক, নার্স, স্টাফ, সবাই অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে আমাকে দেখেছেন। ভর্তির প্রথম দিন থেকেই ঠিকঠাক শুশ্রূষা পেয়েছি। আমি এখন পুরোপুরি ফিট। আশা করি, কয়েকদিনের মধ্যেই কাজে নেমে পড়তে পারব।’
মন্ত্রী আরও বললেন, ‘দলের মধ্যে তাঁর এলাকায় যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা পার্ট অফ দ্য গেম। এগুলোর মোকাবিলা সবসময় করতে হয়। মানুষের জন্য কাজটাই আসল। মানুষ কাজে কতটা খুশি, সেটাই আসল। কে দল থেকে বেরিয়ে গেল আর কে থাকল, সেই সব কিছুর কোনও গুরুত্ব নেই।’
তাঁকে হাসপাতালে দেখতে এসেছিলেন সদ্য মন্ত্রীত্ব ছাড়া রাজীব বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীরতন শুক্লা। অরূপ রায় বললেন, ‘রাজীব যখন এসেছিল আমি ঘুমাচ্ছিলাম। আমার সঙ্গে দেখা হয়নি। ডাক্তারের সঙ্গে কথা বলে রাজীব। লক্ষ্মীর সঙ্গে আমার কাল কথা হল। লক্ষ্মীর সঙ্গে আমার অনেকদিনের সম্পর্ক। দুজনের সঙ্গে দেখা হয়েছে দুজনেই আমার সহকর্মী ছিল।’
নার্সিংহোমের চিকিৎসক বললেন, ‘অরূপবাবু যখন ভর্তি হন তখন ওনার বুকে ব্যথা ছিল। রুটিন চেকাপ করার পর আমাদের মনে হয় অরূপ বাবুর হার্টে অসুবিধা রয়েছে। খুব তাড়াতাড়ি আমরা মেডিকেল বোর্ড গঠন করলাম। ওনার একটি হ্যাঙ্গিং আটারি ব্লক ছিল সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এখন উনি পুরোপুরি সুস্থ।’