কলকাতা, ২০ ফেব্রুয়ারি: আদালত চত্বরে দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মাদককাণ্ডে ধৃত বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী৷ এই ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি৷
শনিবার আলিপুর জেলা আদালতে পামেলাকে তোলা হয়৷ তার আগে সংবাদমাধ্যমের সামনে পামেলা চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে৷ কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। পামেলার কথায়, ‘আমি চাই সিআইডি তদন্ত হোক। আমাকে ফাঁসানো হয়েছে। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংকে যেন গ্রেফতার করা হয়। আমাকে ফাঁসানো হয়েছে।’ এই ঘটনার পর ফের বিজেপির অন্তরকলহ প্রকাশ্যে চলে এল৷
শুক্রবার কোকেন-সহ গ্রেফতার হয়েছেন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। নিউ আলিপুরের রাস্তা থেকেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রীকে। কয়েক লক্ষ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে তাঁর থেকে। জানা গিয়েছে, শুক্রবার নিউ আলিপুরে নিজের আবাসনের কাছে গাড়ি পার্কিংয়ের জন্য পামেলা যান। সেখানেই তাঁকে হাতেনাতে ধরে পুলিশ।
নিউ আলিপুর থানার পুলিশ পামেলার গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছেন বলে দাবি পুলিশের। তারা জানিয়েছেন, পামেলা গোস্বামীর হ্যান্ড ব্যাগ থেকে কোকেন উদ্ধার হয়েছে। এমনকী বিজেপি নেত্রী গাড়ির সিটের নিচ থেকেও কোকেন পাওয়া গিয়েছে।