পরিচালক রঞ্জন ঘোষের নতুন ছবি ‘মহিষাসুরমর্দিনী’তে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা, শাশ্বত ও পরমব্রতকে একসঙ্গে।নারীর অধিকারবোধের গল্প বলবে এই ছবি,নারী জাতির প্রতি প্রতিনিয়ত হয়ে চলা অত্যাচার এবং অপমানের কথা মাথায় রেখে, সম্পর্কের জটিল দিক উঠে আসবে ছবির গল্পে। জানা যাচ্ছে, ‘মহিষাসুরমর্দিনী’র গল্প এগোহে ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্রকে ঘিরেই। ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। যে নেতার সঙ্গে ঋতুপর্ণার একসময়ের সম্পর্ক ছিল বলে দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রতও।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ছবি এর বিষয়ে বললেন, ‘মহিষাসুরমর্দিনী নারী ক্ষমতায়ন নিয়ে তৈরি একটি ছবি। আমি, শাশ্বতদা আর পরম একসঙ্গে কাজ করছি। এটা এক রাতের গল্প। ছবিতে প্রতিটি চরিত্রের মধ্যে সমাজের প্রতিফলন রয়েছে। পরিচালকের কথায় মেয়েদের উপর চারিদেকে যে অত্যাচার চলছে, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। প্রতিটি চরিত্রকে দিয়ে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলানো হবে। দু-তিন হল ছবির শ্যুটিং শুরু হয়েছে।”
পরিচালক রঞ্জন ঘোষের কথায়, নারীদের উপর হয়ে চলা অন্যায়ের জন্য তিনি এবং গোটা টিম ক্ষমাপ্রার্থী। তাঁর মতে, আমরা মাটির প্রতিমা তৈরি করে পুজো করি। অথচ রক্তমাংসের নারীকে অপমান করি। ছবির গল্পকে কেন্দ্র করে ছবিতে উঠে আসে রাজনীতি। জানা গিয়েছে মূলত একটি রাতের গল্পকে কেন্দ্র করে এই ছবি।