Home সংবাদ সব রেকর্ড ভেঙে ভবানীপুরে ঐতিহাসিক জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের

সব রেকর্ড ভেঙে ভবানীপুরে ঐতিহাসিক জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনে জয়ী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮৪ হাজার ৩৮৯ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪২০১ ভোট। ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
জেতার পর প্রথম প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন,” ভবানীপুরের সব মা ভাই বোনেদের অভিনন্দন এবং সেলাম জানাচ্ছি। আপনারা জানেন ভবানীপুরে ভোটার কম। ১লক্ষ ১৫ হাজারের মতো ভোট পড়েছিল। বরং সামসেরগঞ্জ জঙ্গিপুরে ভোট পড়েছিল অনেক বেশি। ২০১১ সালে  ৫৪ হাজার ভোটে জিতেছিলেন। গত নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজার ভোটে জিতেছিলেন। এবার আমরা ৫৮ হাজারের বেশি ভোটে জিতেছি। ভবানীপুরবাসীকে অভিনন্দন। কোনও ওয়ার্ডে হারিনি। আমার মন ভরে গিয়েছে কারণ ভবানীপুর দেখিয়ে দিল। সব নির্বাচন জিতেও একটা জিতিনি, বাংলার মন খারাপ হয়েছিল। অনেক চক্রান্ত ছিল। ভবানীপুর সবাইকে জব্দ করে দিয়েছে। ভবানীপুর আমাকে আরও কাজ করার প্রেরণা জুগিয়েছে। আমি চিরঋণী।”
Topics
Mamata Banerjee Priyanka Tibrewal BJP  TMC  Administration  Kolkata

Related Articles

Leave a Comment