Home সর্বশেষ সংবাদ ‘ইডিকে যা বলার বলেছি,’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন Arpita Mukherje

‘ইডিকে যা বলার বলেছি,’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন Arpita Mukherje

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”ইডিকে যা বলার বলেছি।” আদালতে তোলার আগে জোকা ইএসআই হাসপাতালে পার্থ অর্পিতাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই শারীরিক পরীক্ষার পর আদালতের উদ্দেশ্যে হাসপাতাল থেকে বের করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্পিতা মুখোপাধ্যায় এই মন্তব্যই করলেন।

তাকে হেফাজতে নেওয়ার পর থেকে ইজি কর্তারাও বলে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়ের তুলনায় অর্পিতা মুখোপাধ্যায় তদন্তে অনেক বেশি সহযোগিতা করছেন। শুক্রবার পার্থ অর্পিতার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ।

ইডির সূত্রে জানা যাচ্ছে তাদের দুজনকে জেল হেফাজতের পাঠানোর জন্য তদন্তকারী অফিসারেরা আদালতের কাছে আবেদন জানাবেন

Topics

SSC Scam  ED  Partha Chatterjee ESI Hospital Administration Kolkata

Related Articles

Leave a Comment