কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। স্থিতিশীল হলেও এখনও বেশ খানিকটা দুর্বল তিনি। রয়েছে মাথাযন্ত্রণাও।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছে বিদ্যুৎ মন্ত্রীর শারীরিক অবস্থা। তবে দুর্বলতা কাটতে সময় লাগে। রয়েছে মাথাযন্ত্রণায়। বাড়িতে একান্তবাসে টানা বিশ্রামেই সুস্থ হতে পারবেন মন্ত্রী। সবদিক খতিয়ে দেখিয়ে মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে উডল্যান্ডস কর্তৃপক্ষ। এছাড়াও, শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রাও ভালর দিকেই রয়েছে।প্রায় ৯৭ শতাংশের কাছাকাছি।
আরও পড়ুনঃ তৃতীয়বারের জন্য করোনায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা ও গায়ক বাবুল সুপ্রিয়
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। কারণ, ৩০ ডিসেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যে দলীয় বৈঠক হয়েছিল চার পুরনিগমের নির্বাচন নিয়ে,সেই বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস। তার দুই দিন পর, শনিবার অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফলে সেদিন যাঁরা যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের শারীরিক গতিবিধির উপর নজর রাখা শুরু হয়।