কলকাতা টুডে ব্যুরো: করোনা সংক্রমণ রুখতে বড় মিছিল, সভার পরিবর্তে ডিজিটাল প্রচারে নজর দিক দলগুলি। এই দুই বিষয় উল্লেখ করে সমস্ত রাজনৈতিক দলকে একটি চিঠি পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে শনিবার এই চিঠি দলগুলির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।এরকম এক পরিস্থিতিতে আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুর নিগমে ভোটগ্রহণ করা হচ্ছে। করোনা সংক্রমণের দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক দলগুলি যেন নির্বাচনী সভা না করে তারই পক্ষাপাতী রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
রাজ্যে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কমিশন চাইছে না কোনও রাজনৈতিক দল কোনও সভাসমিতি করুক। এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন।
আরও পড়ুনঃ করোনায় লাগাম পরাতে ধাপে-ধাপে বাজার বন্ধের সিদ্ধান্ত
শুক্রবারইএকটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক সভা সমাবেশে লোকসংখ্যা ৫০০ থেকে কমিয়ে ২৫০ করতে হবে। পাশাপাশি পরামর্শ দেওয়া হয়, রাজ্যনৈতিক দলগুলি যেন ভার্চুয়াল সভার উপরেই জোর দেয়। আজ তার থেকে এক ধাপ এগিয়ে কমিশন পরামর্শ দিতে চলেছে, কোনও রাজনৈতিক দল যেন কোনও সভাসমিতি না করে।
Topics
SEC Covid19 Vaccine Health Kolkata