Home সংবাদবর্তমান আপডেট Rajya Sabha Polls 2024: রাজ্যসভা ভোটের আগে উত্তরপ্রদেশে বেজায় অস্বস্তিতে সমাজবাদী পার্টি

Rajya Sabha Polls 2024: রাজ্যসভা ভোটের আগে উত্তরপ্রদেশে বেজায় অস্বস্তিতে সমাজবাদী পার্টি

by Web Desk
Rajya Sabha Polls 2024: রাজ্যসভা ভোটের আগে উত্তরপ্রদেশে বেজায় অস্বস্তিতে সমাজবাদী পার্টি

রাজ্যসভা ভোটের আগে উত্তরপ্রদেশে বেজায় অস্বস্তিতে সমাজবাদী পার্টি

মঙ্গলবার রাজ্যসভা ভোটের আগে উত্তরপ্রদেশে বেজায় অস্বস্তিতে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব সূত্রের খবর মঙ্গলবার সকালে পদত্যাগ করেছেন উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির মুখ্যসচেতক তথা উনছাহার বিধায়ক মনোজ পান্ডে। পাশপাশি গতকাল অখিলেশের ডাকা নৈশভোজে উপস্থিত ছিলেন না বিধায়ক। দুয়ে মিলে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মঙ্গলবারই উত্তরপ্রদেশের দশটি রাজ্যসভা আসনে ভোট হয়। তার আগে এদিন ভোরে ইস্তফা দেন সমাজবাদী পার্টির মুখ্যসচেতক মনোজ পান্ডে। এমনিতে বিধায়ক সংখ্যার বিচারে সাতটি আসনে বিজেপির জয় নিশ্চিত। পাশাপাশি তিনটি আসনে জয়ী হওয়ার কথা এসপি প্রার্থীদের।

ক্রস ভোটিংয়ের জল্পনার আরও এক রাজ্যসভা প্রার্থী

ক্রস ভোটিংয়ের জল্পনার আরও এক রাজ্যসভা প্রার্থী অর্থাৎ অষ্টম প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি। মঙ্গলবার সকালে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় সমাজবাদী পার্টি প্রধানের গলাতেও। তিনি বলেন, “আমরা আশা করছি তিনটি আসনেই জয় পাব। ভোটে জিততে বিজেপি সব কিছু করতে পারে। আমাদের কিছু নেতা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যেতে পারেন।” 

Related Articles

Leave a Comment