কলকাতা টুডে ব্যুরো: সাতসকালেই বুস্টার ডোজ নিতে কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হন ডেপুটি মেয়র অতীন ঘোষ। গত ১৬ই এপ্রিল ২০২১-এ দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন অতীন ঘোষ। কোউইন অ্যাপের অনুযায়ী ৯ মাস না পেরোলে বুস্টার ডোজ নেওয়া যায় না-তাই এদিন অতীন ঘোষ বুস্টার ডোজ নিতে পারলেন না। আগামী তিন দিন পরেই তার বুস্টার ডোজ নেওয়ার জন্য নয় মাস পূর্ণ হচ্ছে, তারপরেই তিনি এই বুস্টার ডোজ নিতে পারবেন।
আরও পড়ুনঃ দেশজুড়ে শুরু ‘বুস্টার ডোজ’
এদিন বুস্টার ডোজ নিতে না পারলেও যারা অন্য ব্যাক্তি এসেছেন সেই সমস্ত মানুষদের কোন অসুবিধা হচ্ছে কিনা বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে সে সমস্ত কিছু প্রত্যক্ষ করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিগত দিনের প্রথম ও দ্বিতীয় ডোজ যেভাবে সুশৃংখলভাবে নিয়ম মেনে কোউইন অ্যাপসের মাধ্যমে ভ্যাক্সিনেশন সম্পন্ন হয়েছিল,ঠিক সেভাবেই কড়া নজরদারির মধ্যে কোউইন অ্যাপ এর মাধ্যমে বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে শহর কলকাতায়। এমনটাই জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
Topics
Atin Ghosh Covid19 Vaccine Health Kolkata