Home সংবাদবর্তমান আপডেট নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে টুইট রাষ্ট্রপতির

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে টুইট রাষ্ট্রপতির

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের বিশেষ অনুষ্ঠান চলছে দেশজুড়ে।নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট বার্তায় শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এদিন টুইটারে তিনি লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে ১২৫ তম জন্মবার্ষিকীতে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছে গোটা ভারত। মুক্ত ভারত-আজাদ হিন্দ গঠনে তাঁর সাহসী পদক্ষেপ তাঁকে জাতীয় আইকনে পরিণত করেছে। তাঁর আদর্শ এবং আত্মত্যাগ প্রতিটি ভারতীয়কে সর্বদা অনুপ্রাণিত করবে।”

অন্যদিকে এদিন সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। এদিকে এর আগে দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

Topics

Netaji Subhas Chandra Bose  President Ram Nath Kovind  Birth Anniversary Tribute Administration  Kolkata

Related Articles

Leave a Comment