কলকাতা টুডে ব্যুরো:অর্পিতা মুখোপাধ্যায়ের ৩টি অ্যাকাউন্ট সিজ করল ED। শনিবার পার্থ-অর্পিতার একাধিক ভুয়ো সংস্থার ৮টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। পার্থ-অর্পিতা এবং তাঁদের অত্মীয়দের অ্যাকাউন্টেরও খোঁজ নিচ্ছে ইডি। এই অ্যাকাউন্টগুলিতে বিভিন্ন সময়ে বেআইনি টাকা পাঠানো হয়েছে। এমনকী হাওয়ালার মাধ্যমেও বিপুল পরিমাণ টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে ED-র নজরে রয়েছে মধ্য কলকাতার এক ছাত্রনেতা। এছাড়াও ৫ ছাত্রনেতার আয়-ব্যয়ের ও সম্পত্তির খোঁজখবরও করছেন তদন্তকারী সংস্থা। পার্থকেও এই বিষয়ে জেরা করা হচ্ছে। এরা প্রত্যেকেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, শুক্রবারই রাজ্যে শূন্যপদ কত? তাই নিয়ে হাইকোর্টে হলফনামা দিয়েছে শিক্ষা দফতর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের হুঁশিয়ারি, ‘আদালতকে বারবার রাজনীতির ময়দানে নামিয়ে আনলে পদক্ষেপ করা হবে’। প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না কেন? ১৭ অগাস্টের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা অধিকর্তাকে।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata