Home ভিডিও ‘প্রার্থী তালিকা বদলের প্রশ্নই নেই,’ সাফ জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

‘প্রার্থী তালিকা বদলের প্রশ্নই নেই,’ সাফ জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। এতবড় একটা দলে কিছু ভুল বোঝাবুঝি হয়।” পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।প্রার্থী তালিকা বদলের প্রশ্নই নেই, জেলায় জেলায় কোঅর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের।
প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তির কোনও জায়গাই নেই। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা স্পষ্ট করে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, রবিবার যেটুকু অসামঞ্জস্য ছিল, তা সংশোধন করে জেলায় জেলায় চূড়ান্ত তালিকা পৌঁছে দেওয়া হয়েছে। পুরসভার ভোট কার্যত মিনি বিধানসভা ভোটের মতো। তাই সকলেই প্রার্থী হতে চান। কিন্তু দলের পক্ষে সকলকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তবে সকলে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোটের ময়দানে সমন্বয়ের পথেই কাজ করেন সে আহ্বানও জানান পার্থ। অন্যদিকে এদিনই উত্তর প্রদেশে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী যে তালিকা তৈরি করেছেন সেটাই চূড়ান্ত। কোনওভাবেই তালিকায় কোনও বদল যে হবে না, তাও স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো। অর্থাৎ শুক্রবার থেকে জেলায় জেলায় প্রার্থী নিয়ে যে ডামাডোল চলছে, তার জন্য কোনওভাবেই দল অবস্থান থেকে সরবে না এদিন তা পরিষ্কার করে দিলেন তৃণমূল নেত্রী।

পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, “জেলার সভাপতি ও চেয়ারম্যানদের ইতিমধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল সেগুলিও দূর করে গতকালই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে তালিকা চূড়ান্ত করে পাঠিয়ে দিয়েছি। ফলে প্রার্থী তালিকা নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিৎ নয়। এটা ঠিকই, এত বড় একটা নির্বাচন, প্রায় মিনি বিধানসভার মতো নির্বাচন সেখানে অনেকেই প্রার্থী হতে চান। কিন্তু প্রার্থী তো সকলকে করা সম্ভব নয়।যাদের মনে অসন্তোষ হয়েছে, তাদের সবাইকেই বলব দলের নেত্রী এক, মমতা বন্দ্যোপাধ্যায়। পতাকা এক, আমাদের চিহ্ন ঘাসের উপর জোড়াফুল এক। একতা, ঐক্যবদ্ধতার সঙ্গে দলীয় প্রার্থীর পিছনে আপনারা সকলে একত্রিত হয়ে দাঁড়াবেন এবং দলকে যে ভাবে যে সংগ্রামের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছেন তা এগিয়ে নিয়ে যাবেন। গতবারের থেকে বেশি আসনেই এবারও তৃণমূলকে জেতানোর জন্য রাজ্যবাসীর কাছে অনুরোধ করব।”

Topics

Partha Chatterjee  BJP  TMC Administration Kolkata

Related Articles