কলকাতা টুডে ব্যুরো:পরেশের মেয়ে অঙ্কিতাকে যাতে স্কুলে প্রবেশ করতে না দেওয়া হয়, শুক্রবার ডিআই-কে এমনই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। পাশাপাশি, অঙ্কিতার বেতন বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এতদিন ধরে যা বেতন পেয়েছেন, তা ফেরত দিতে হবে অঙ্কিতাকে।
অন্যদিকে শুক্রবার ফের পরেশ অধিকারীকে তলব করে সিবিআই ।একবার দেখা করে বিষয়টি থেমে যাবে ভেবেছিলেন। তাই সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কিন্তু বিষয়টি এখনই থামল না। তাই আজ, শুক্রবার ফের পরেশ অধিকারীকে তলব করল সিবিআই। তাই সকালেই প্রবেশ করলেন নিজাম প্যালেসে।
আরও পড়ুনঃশুক্রবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানির সম্ভাবনা
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ না হওয়ায় ফের তলব করা হয়েছে। বৃহস্পতিবার ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও মেলেনি সম্পূর্ণ তথ্য। দেরি করে সিবিআই দফতরে পৌঁছেছিলেন পরেশ অধিকারী। তাই ফের তলব করা হল। ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১০টা ৩৫ মিনিটে নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান তিনি। তারপর এমএলএ হস্টেল রাত কাটান শিক্ষা প্রতিমন্ত্রী।