Home সংবাদসিটি টকস মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর নিয়ে মমতাকে খোঁচা বিরোধীদের, ‘কর্মসূচি পূর্বপরিকল্পিত’, দাবি তাপসের

মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর নিয়ে মমতাকে খোঁচা বিরোধীদের, ‘কর্মসূচি পূর্বপরিকল্পিত’, দাবি তাপসের

রাষ্ট্রপতিকে কার অখিল গিরির কুরুচিকর মন্তব্যে জেরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতিকে কার অখিল গিরির কুরুচিকর মন্তব্যে জেরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। এরই মধ্যে ঘটনার চার দিনের মাথায় মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর। বিরোধীদের একাংশের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী ভোট টানতেই ও অখিল গিরির এই মন্তব্য কে ধামাচাপা দিতেই মমতার এই সফর। তাপস রায় এই সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন, “না এটা তো সফর পূর্বনির্ধারিত। এছাড়া দলের তরফ থেকে আগেই অখিল গিরি নিয়ে বিবৃতি দেয়া হয়েছে। অখিল গিরিকে সতর্ক করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে বলেছেন।” তাপসের পাল্টা অভিযোগ, “অনন্য দলের নেতারা যখন কুৎসিত ভাষায় আক্রমণ করে অন্যান্য রাজনৈতিক দলের নেত্রীদের। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে বীরবা হাজদা মহিলা নেত্রীদের যেভাবে আক্রমণ করা হয় তাদের দল কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।”

তাপস রায় জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার আবেগ রয়েছে। সমস্ত জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ আবেগের সঙ্গে জড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী। অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতা মন্ত্রীকে তো দেখছি না যারা এই ভাবে মানুষের সঙ্গে যুক্ত রয়েছেন।”

Related Articles

Leave a Comment