কলকাতা টুডে ব্যুরো:তিনি যে তীব্র বাক্যবাণে বিদ্ধ করবেন, তা প্রত্যাশিতই ছিল। সেইমতো শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে নিজের দাপট দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে ‘অকৃতজ্ঞ’, ‘গদ্দার’ বলে চিহ্নিত করে দলীয় কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিলেন, ”দাদার অনুগামী হওয়া চলবে না।”
বললেন, ”১১ বছর ধরে একটা লোক সব শেষ করে দিয়েছে। মানুষের টাকা নিয়ে নিয়েছে। নিজে কোটি কোটি টাকা করেছে। টিভির পর্দাতে টাকা নিতে দেখা গিয়েছে। আর কথায় কথায় বলে – আমি অকৃতদার। আরে আপনি অকৃতদার নন, অকৃতজ্ঞ।” শুভেন্দুর প্রতি তাঁর আরও আক্রমণ, ”আমরা বিভীষণদের চিনে নিয়েছি। আমি আসার পথেও ৪,৫ জন বিভীষণকে দেখেছি। যার নেতৃত্বে উত্তর কলকাতায় গুণ্ডামি করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল, এই জেলার একসময়ের সর্বেসর্বা তাঁর পদলেহন করে, নিজেকে ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল করল। দিল্লির বুকে মেদিনীপুরের আবেগকে বিক্রি করল।”
আরও পড়ুন: সিবিআই হাজিরা এড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা
এর পর তিনি বলেন, ‘আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে। আমি বলেছি, আমি বাংলার ছেলে দিল্লিতে কেন মাথা নত করতে যাব। যা জিজ্ঞাসা করার বাংলায় করো।’