Home সংবাদসিটি টকস ‘মা তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে আমি করি,’ কেষ্ট জেলে এই গান করছেন বলে কটাক্ষ সুকান্তর

‘মা তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে আমি করি,’ কেষ্ট জেলে এই গান করছেন বলে কটাক্ষ সুকান্তর

"দিদিমণি বলেন কি এমন করেছে কেষ্ট? সেকথা একদিক দিয়ে সে ঠিকই কারণ কেষ্ট কে জিজ্ঞেস করা হলে কেষ্ট বলেন মা তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে আমি করি।"

by Kolkata Today

“দিদিমণি বলেন কি এমন করেছে কেষ্ট? সেকথা একদিক দিয়ে সে ঠিকই কারণ কেষ্ট কে জিজ্ঞেস করা হলে কেষ্ট বলেন মা তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে আমি করি।” মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত এদিন বলেন,” তৃণমূল কংগ্রেসের নেতারা হাঁটলে এখন তাদের জুতো থেকে ‘চোর চোর’ বলে আওয়াজ শোনা যায়।” তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে বলেন দিদিমণি এই চোরের আওয়াজকে ভোলাবার জন্য একটি পথ বের করেছেন সেটা হল প্রত্যেকটি ক্লাবকে পূজোয় ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া পাশাপাশি তিনি দাবি তোলেন যেভাবে ক্লাবগুলিকে ৭০০০ টাকা করে অনুদান দেয়া হচ্ছে যে কথা দিয়ে তিনি পশ্চিমবঙ্গের গদিতে বসেছেন যে বেকার যুবকদের চাকরি দেবেন সেটাও জানাও তিনি পূরণ করে তা না হলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে তার চেয়ার থেকে টেনে নামিয়ে দেবে।”

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment