কলকাতা টুডে ব্যুরো:খোল, করতাল নিয়ে কীর্তন গেয়ে বাবুঘাটে গঙ্গায় অকাল তর্পণ INTUC-র।কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে কংগ্রেসের শ্রমিক সংগঠনের অভিনব প্রতিবাদ।
কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রে ৮ বছর ধরে মোদি সরকার ও রাজ্যে ১১ বছরের তৃণমূল সরকার সর্বনাশ করছে। এর প্রায়শ্চিত্ত করতে তর্পণের সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য INTUC। তৃণমূল ও বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিক্ষোভকারীরা বলেন,” দিদি-মোদীর যুগলবন্দির আঘাতে মানুষের জীবন দুর্বিষহ। ক্ষমতায় নেই কংগ্রেস। তবু তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে বাবুঘাটে অসময়ে তর্পণ করলেন কর্মীরা। মহালয়ার ভোরে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ হয়। বাবুঘাটে রাজ্য ও দেশবাসীর স্বার্থে তর্পণ হয়।মা গঙ্গার কাছে প্রার্থনা একটাই। ওদের পাপ ধুয়ে দাও মা। আমাদের বাঁচতে দাও। শান্তি দাও।”
এদিন সঙ্গে ছিলেন পুরোহিত। ছিল খোল কর্তাল নিয়ে কীর্তনীয়ার দল।