কলকাতা টুডে ব্যুরো:ত্রিপুরার ৪ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল গণনা। আবার তৃণমূল কংগ্রেসও ত্রিপুরার জমিতে নিজেদের পা শক্ত করতে চাইছে এই নির্বাচনে। অপরদিকে কংগ্রেস, সিপিএমও নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া ত্রিপুরায়। আগের বিধানসভা নির্বাচনের নিরিখে উপ নির্বাচনের এই চারটি আসনের মধ্যে তিনটি ছিল বিজেপি-র দখলে।
এদিন টাউন বড়দোয়ালী আসনে জয়ী হন বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ২০১৮ সালে বিজেপির হয়ে আশিস সাহা ওই কেন্দ্র থেকে জিতেছিলেন। তবে পরবর্তীতে তিনি দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। পাশাপাশি বিধানসভা থেকেও পদত্যাগ করেন। এর জেরে উপনির্বাচন এই কেন্দ্রে। এই উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে মানিকের প্রতিদ্বন্দ্বী হন আশিস। তবে তিনি হেরে গেলেন উপনির্বাচনে। এই কেন্দ্রে বিজেপির ঝুলিতে যায় ১৭,১৮১টি ভোট। কংগ্রেস প্রার্থী পান ১১,০৭৭ ভোট।
বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুদীপ রায় বর্মণ। তার সেই আসনেই হল উপনির্বাচন। আর সেখানেই বিজেপিকে পিছনে ফেলে জয় হাসিল করলেন সুদীপ রায় বর্মণ।কংগ্রেসের হয়ে সুদীপ আগরতলায় পান ১৭,৪৩১ ভোট। বিজেপি প্রার্থী অশোক সিংহ পান ১৪,২৬৮টি ভোট।
আরও পড়ুনঃ কার্নিশ থেকে পড়ে যাওয়া সুজিতের মৃত্যু হল, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের
এদিকে সুরমা এবং যুবরাজনগরেও বিজেপি সহজেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থন করছিল উপজাতি দল তিপ্রা মথাকে। বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূলে যোগ দেওয়ায় আসনটি খালি হয়েছিল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপ্না দাস অনায়াসে জিতে যান। এদিকে সিপিএম বিধায়ক রমেন্দ্র দেবনাথের মৃত্যুতে উপনির্বাচন হয় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী করে মলিনা দেবনাথ।