কলকাতা টুডে ব্যুরো: বলিউডের স্বনামধন্য অভিনেত্রী পূজা ভাটের পর এবার রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলালেন বলিউড অভিনেত্রী রিয়া সেন। বঙ্গকন্যা হয়েও মুম্বই ইন্ডাস্ট্রিতে ভালই রাজত্ব মুনমুন কন্যার। অনেক ছোট বয়সেই অভিনয়ে হাতেখড়ি তাঁর, তাই বাংলায় আবদ্ধ না থেকে মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা।
তবে বাংলা ইন্ডাস্ট্রিতেও তিনি অভিনয় করেন। কিছুদিন আগেই একটি হইচই ওয়েবসিরিজে অভিনয় করে গিয়েছেন, মহানায়িকা সুচিত্রা সেন। যাই হোক, অভিনেত্রী রিয়া সেন আজ অর্থাত্ বৃহস্পতিবার ১৭ নভেম্বর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল হয়েছেন।
সূত্র অনুযায়ী, মহারাষ্ট্র লেগ চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। আর রাহুলের সঙ্গে অভিনেত্রীর হাঁটার একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যেখানে ৪১ বছর বয়সী অভিনেত্রীকে দেখা গিয়েছে, জিন্স এবং ঢিলেঢালা টপে এবং রাজনীতিবিদ রাহুল গান্ধীকে দেখা গিয়েছে তাঁর চিরাচরিত পোশাকে অর্থাত্ সাদা শার্ট এবং একটি ঢিলেঢালা ক্যাসুয়াল ট্রাউজারে। ছবিতে অভিনেত্রীকে একসঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে, নিজেদের মধ্যে বাতালাপ সারতেও দেখা গিয়েছে, এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াতেও দেখা গিয়েছে নায়িকাকে। কিছুদিন আগেই অভিনেত্রী পূজা ভাট রাহুল গান্ধীর উদ্দেশ্যে তাঁর সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন। পূজা রাহুলের সঙ্গে হায়দ্রাবাদে ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন। এখন, রিয়া সেন মহারাষ্ট্রের আকোলায় কংগ্রেস নেতার সঙ্গে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, ভারত ‘জড়ো যাত্রা’ গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিনি গত সপ্তাহে তেলেঙ্গানা যাত্রা শুরু করার আগে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশে ম্যারাথন হাঁটা শেষ করেছেন। এছাড়া এই যাত্রার সমন্বয়ের জন্যে তেলেঙ্গানা রাজ্য কংগ্রেস মোট ১০ টি বিশেষ কমিটি গঠন করেছে। অভিনেত্রী রিয়াকে শেষ দেখা গিয়েছিল, ২০২০ সালে ‘পতি পত্নী অউর ও’ ছবিতে। তাঁকে পরবর্তীতে দেখা যাবে, ‘ডেথ টেল’-এ, যা ২০২৩ সালে মুক্তি পাবে।