কলকাতা টুডে ব্যুরো:রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪৯৯। শুক্রবার সংক্রমিতের সংখ্যা ছিল ১৭৯৩। একদিনে মৃত্যু হয়েছে তিনজনের।
আক্রান্তের শীর্ষে কলকাতা, একদিনে কলকাতায় ৫৫০ জন নতুন করে কোভিড আক্রান্ত। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।সংক্রমিতের সংখ্যা ৪২৯। সবচেয়ে কম সংক্রমণ পুরুলিয়ায়। একদিনে মাত্র ১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের হদিশ মিলেছে।
বাংলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০,৩২,৬৩৩ জন। এই রোগকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন মোট ২০,০২,১৫১ জন। দৈনিক সুস্থতার হার ৪৮৩ জন। সুস্থতার হার ৯৮ শতাংশের বেশি।