Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ২৮৮৯ জন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ২৮৮৯ জন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো: বৃস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জারি করা করোনা বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনার কবলে পড়েছেন ২৮৮৯ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কারণে মারা গিয়েছেন ২ জন। বুধবার যা ছিল ৩।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার মোতাবেক করোনা পজেটিভিটি হার দাঁড়িয়েছে ১৮.৭৪ শতাংশ।

আরও পড়ুনঃ ’রাজনৈতিক কারণে অর্থনৈতিক ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে,’কেন্দ্রকে নিশানা মমতার

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড গ্রাফ অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৩৪ জন। কলকাতায় এই সংখ্যা ৮১৯। এতদিন পর্যন্ত কোভিড গ্রাফের শীর্ষে ছিল কলকাতা। তবে বৃহস্পতিবার সেই পরিসংখ্যানকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। এনিয়ে রাজ্যের মোট ৯ জেলায় দৈনিক সংক্রমণ একশোরও বেশি। করোনামুক্ত জেলা এখনও পর্যন্ত কালিম্পং ।

Related Articles

Leave a Comment