Home জীবনধারাস্বাস্থ্য ভারতে হানা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট BA.2.75

ভারতে হানা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট BA.2.75

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:ভারতে, গত ২৪ ঘণ্টায় ১৮,৯৩০ জন আক্রান্ত। করোনার কেস রিপোর্ট করা হয়েছে। সক্রিয় মামলাও বেড়ে হয়েছে ১,১৯,৪৫৭। যদিও ইতিবাচকতার হার বেড়েছে ৪.৩২%।

ভারতে এখনও পর্যন্ত করোনার ৪,৩৫,৬৬,৭৩৯-টি কেস মিলেছে।

ঊর্ধ্বমুখী সংক্রমণের তালিকায় আছে ৫টি রাজ্য।

কেরালায় ৪,১১৩

মহারাষ্ট্রে ৩,১৪২

তামিলনাড়ুতে ২,৭৪৩

বাংলায় ২,৩৫২

কর্ণাটকে ১,১২৭টি

 

এই পরিস্থিতির মধ্যেই আরও উদ্বেগের খবর প্রকাশ্যে এল।ভারতে হানা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট BA.2.75।

সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইজরায়েলের এক বিজ্ঞানী এই দাবি আগেই করেছিলেন। সম্প্রতি ইজরায়েলের ওই বিজ্ঞানী দাবি করেছিলেন, ভারতের ১০টি রাজ্যে করোনার এই রূপের সংক্রমণ ঘটেছে। ভারত ছাড়াও আরও কিছু দেশে ভাইরাসের এই নতুন রূপ ছড়িয়ে পড়েছে। যার ফলে চিন্তা আরওই বাড়ল।

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, “গত দু’ সপ্তাহে করোনার কেস বিশ্বব্যাপী প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

WHO-র উপ-অঞ্চলের ছয়টির মধ্যে চারটিতে গত সপ্তাহে কেস বেড়েছে।” ভারতেই প্রথম BA.2.75-এর হদিশ মেলে বলে জানানো হয় WHO-র তরফে। বলা হচ্ছে, ওমিক্রন চরিত্র বদল করেই নতুন রুপে এসেছে। “ইউরোপ এবং আমেরিকায়, BA.4 এবং BA.5 -র ঢেউ ছড়িয়েছে৷ ভারতের মতো দেশেও BA.2.75 এর একটি নতুন রূপ সনাক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Comment