দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টি বহুদূরে। গত পাঁচ দিন ধরে দুর্বল মৌসুমী বায়ুর প্রভাব চলছে। কোন সিস্টেম তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরের উপর ।তার জন্য দুই বঙ্গে বৃষ্টি অধরা। একটি ঘূর্ণবাত্য রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। রাজ্য থেকে এই সিস্টেমটি অনেকে দূরে ,এছাড়া মৌসুমী অক্ষরেখা অনেকটা দক্ষিণ দিকে। এইসবের ফলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারি বৃষ্টির কোন সম্ভাবনা থাকছে না।
সক্রিয় মৌসুমী বায়ু নেই বললেই চলে। আগামী চার পাচ দিন হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সব জায়গাতেই ছোট ছোট সেলে ৫-১০ মিনিটের বৃষ্টি চলবে। বেশিরভাগ সময়টাই আকাশ পরিস্কার থাকবে। এর ফলে বৃষ্টির পরিস্থিতি একদমই নেই। দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি আগামী চার-পাঁচ দিন চলবে। কলকাতা শহর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে গেলে বড়ো সিস্টেমের দরকার কিন্তু সেটা এখন নেই। তাই অস্বস্তিকর পরিবেশ বজায় থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং প্রথম জুন থেকে আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছে।