Home সংবাদসিটি টকস Weather Today: শীত অনুভুত হতে চলেছে মকর সংক্রান্তির দিন থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস

Weather Today: শীত অনুভুত হতে চলেছে মকর সংক্রান্তির দিন থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস

by Web Desk
Weather Today: শীত অনুভুত হতে চলেছে মকর সংক্রান্তির দিন থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস

শীত বাংলা অনুভব করতে চলেছে মকর সংক্রান্তির দিন থেকেই

শীতের মরশুম পরে গেছে সেটা কারোর অজানা নয়। তবে পুরোপুরি শীত বাংলা অনুভব করতে চলেছে আর তাও মকর সংক্রান্তির দিন থেকেই।  পাশাপাশি থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা।

এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া বুধবার থেকে আগামী শুক্র বার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। বৃষ্টির পাশাপাশি কুয়াশার পরিমাণও বেশি থাকবে এই তিন জেলায়।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার সমান। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস কম।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে উত্তর থেকে দক্ষিণে আগামী দু’দিন সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রার কোনও রকম হেরফের হবে না। তার পর থেকে তাপমাত্রা দু’ থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

Related Articles

Leave a Comment