কলকাতা টুডে ব্যুরো:পল্লবী, মঞ্জুষা দের পর ফের শহরে মডেল মৃত্যু। বাশদ্রোণীর ফ্ল্যাট থেকে উদ্ধার মডেল পূজা সরকারের ঝুলন্ত দেহ। বাশদ্রোণী থানার উল্টোদিকে একটি বহুতলে নিজের পুরুষ বন্ধুর সঙ্গে থাকতেন ওই মডেল। এক ছাদের তলায় বেশ অনেকদিন ধরেই ছিলেন ওই মডেল ও তাঁর বন্ধু।
আদতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা পূজা। গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী তিনি। মাসছয়েক আগে বাঁশদ্রোণী থানার উলটো দিকের এক বহুতলের একতলাটি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। গভীর রাতে বাড়ি ফিরতেন পূজা। স্থানীয়রা জানান, ওই ফ্ল্যাটে পূজা ছাড়াও থাকতেন আরেক তরুণী। মাঝেমধ্যেই দুই তরুণকেও আসাযাওয়া করতে দেখা যেত। রাতবিরেতে চিৎকার করতেও শোনা যেত তাঁদের।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২০ হাজার ৫২৮ জন
শনিবার রাতে মডেল ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই ঘটনাস্থলে যান পুলিশ। মডেলের আত্মহত্যার সময় তাঁর বন্ধু ফ্ল্যাটে থাকলেও কেন কিছু টের পেলেন না খতিয়ে দেখছে পুলিশ।