Home সংবাদসিটি টকস AIIMS -এর রিপোর্ট নিয়ে কি বলছেন রাজ্যের চিকিৎসক!

AIIMS -এর রিপোর্ট নিয়ে কি বলছেন রাজ্যের চিকিৎসক!

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের। SSKM-এর রিপোর্টকে নাকচ করে, এইমস ভুবনেশ্বর তরফে জানিয়ে দেওয়া হয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।

এপ্রসঙ্গে এদিন এসএসকেএমের চিকাৎসক গণমাধ্যমে বলেছেন,””এসএসকেএমে যা রিপোর্ট করা হয়েছিল, ভুবনেশ্বর এইমসের রিপোর্টও সবই প্রায় একরকম। ওষুধ আমরা যা প্রেসক্রাইব করেছিলাম, তাই দেওয়া হয়েছে। পার্থক্য শুধু ভর্তির ব্যাপারে। শনিবার আমরা ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওঁরা সোমবার রোগীকে অ্যাসেসমেন্ট করেছেন। মাঝখানে ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ৩৬ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সা করেছি আমরা। তাতে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোগীর এখনকার স্টেটাস অনুযায়ী, ভুবনেশ্বর এইমস রিপোর্ট দিয়েছে।”

এদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল মহাসচিবের সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত ও এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তুষারকান্তি পাত্র।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee  SSKM  AIIMS Administration Kolkata

Related Articles

Leave a Comment