Home সংবাদসিটি টকস ভিতরে SSC প্রার্থীদের সঙ্গে বৈঠকে Abhishek, বাইরে টেট পরীক্ষার্থীদের জমায়েত

ভিতরে SSC প্রার্থীদের সঙ্গে বৈঠকে Abhishek, বাইরে টেট পরীক্ষার্থীদের জমায়েত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫০২ দিনে পড়ল শুক্রবার। অভিষেক তাঁদের আলোচনার আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন।  বেশ কিছু সময় ধরে এই বৈঠক চলছে।

অভিষেকের ক্যামাকস্ট্রিটের অফিসের বাইরে অপেক্ষা করছেন টেট পরীক্ষার্থীরাও। যদিও তাঁদের কথা বলার জন্য আমন্ত্রণ জানাননি অভিষেক। অভিষেকের অফিসের পাশে ইন্ডাস্ট্রি হাউসের সামনে ভিড় করেছেন টেট পরীক্ষার্থীরা। সেখান থেকেই চাকরির দাবিতে স্লোগান দিচ্ছেন তাঁরা।

তৃণমূল নেতৃত্বের সঙ্গেও নিজেদের অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে এর আগেই বার বার কথা বলার চেষ্টা করেছেন তাঁরা, এমনটাই দাবি চাকরিপ্রার্থীদের। কিন্তু একইসঙ্গে তাঁদের অভিযোগ, তাঁদের আন্দোলন নিয়ে খুব একটা সহমর্মিতার বার্তা আগে দেয়নি তৃণমূল নেতৃত্ব। এরই মধ্যে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশিতে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে। পার্থ চট্টোপাধ্যায়কে দল ও প্রশাসনের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টি আশার আলো দেখাচ্ছে।

Topics

SSC Abhishek Banerjee Teachers Education Administration Kolkata

Related Articles

Leave a Comment