কলকাতা টুডে ব্যুরো:অর্পিতা মুখোপাধ্যায় যখন রাস্তায় কেঁদে গড়াগড়ি খাচ্ছেন তখন পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে দাবি করলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। ফলে রাজ্য–রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে ফেলল শুক্রবার দুপুরবেলা। মন্ত্রিসভা এবং দল থেকে সরিয়ে দেওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের এই ষড়যন্ত্রের শিকার মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গ্রেফতারির পর কেটে গিয়েছে আট দিন। এবার তিনি নিজের স্বপক্ষে সওয়াল করলেন।
শুক্রবার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ঢোকার সময় বিস্ফোরক মন্তব্য করেন সদ্য মন্ত্রিত্ব হারানো পার্থ চট্টোপাধ্যায়। দল থেকে সাসপেন্ড করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’। তখনই তাঁকে হাসপাতালে ঢোকানো হয়। হুইলচেয়ারে করেই হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় তাঁকে।
পরে হাসপাতাল থেকে বেরোনোর সময় পার্থ আরো বলেন যে কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তার সময় আসলে জানা যাবে অন্যদিকে দিন অর্পিতা মুখোপাধ্যায় কে হাসপাতালে পিছনের গেট দিয়ে বের করা হয় তাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত অবস্থায় দেখা যায় তিনি কান্নাকাটি করতে থাকেন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন আমি আর পারছি না।
পার্থ অর্পিতাকে নিয়ে যখন বঙ্গ রাজনীতিতে তোলপাড় তখন তাদের এই দাবিগুলি কোন রাজনৈতিক সমীকরণের দিকে নিয়ে যায় সেই দিকেই নজর সকলের।
Topics
SSC Scam ED Partha Chatterjee ESI Hospital Administration Kolkata