কলকাতা টুডে ব্যুরো: চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর আগেই বাংলায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কালীপুজোর সকালেই কলকাতায় ফিরলেন তিনি।সকাল ৮টা নাগাদ বিমানবন্দর থেকে বার হন অভিষেক। তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা। সোমবার দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন বহু তৃণমূল কর্মী-সমর্থক।
সাংবাদিকদের কোনও কথা বলেননি অভিষেক। তবে দলীয় কর্মীদের হাতজোড় করে প্রণাম করেন। কুশল বিনিময়ও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
গত ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।কালীপুজোর আগেই যে অভিষেক কলকাতায় ফিরতে চান তা আগেই জানা গিয়েছিল ঘনিষ্ঠ সূত্রে। সেই অনুমান সত্যি করে সোমবার কালীপুজোর সকালে শহরে ফিরলেন তিনি। তবে রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় হয়তো তাঁকে এ বার হোম-যজ্ঞের কাছাকাছি দেখা যাবে না বলে ঘনিষ্ঠ সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ (চোখকে ধরে রাখার হাড়) ভেঙে যায়। এর পর থেকে তিনি দীর্ঘ দিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন। চিকিত্সার কারণে তাঁকে একাধিক বার দুবাইও যেতে হয়েছিল।