কলকাতা টুডে ব্যুরো:মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আগামীকাল বৈঠকের আশ্বাস Abhishek Banerjeeর। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের প্রতিনিধি শহীদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সাংসদ Abhishek।
গত এক বছরের বেশি সময় ধরে এসএসসি চাকরিপ্রার্থীরা ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে ধর্নামঞ্চ তৈরি করে অবস্থান আন্দোলন করছেন। তাঁরা মূলত এসএলএসটি অর্থাৎ শারীরশিক্ষা, কর্মশিক্ষা বিষয়ে নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থী।
আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ্ অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘আমাদের দীর্ঘদিনের দাবি কী তা নিশ্চয়ই উনি শুনেছেন। আমাদের দাবি, যোগ্যপ্রার্থীরা যাতে সকলেই চাকরি পান। আমরা আশাবাদী উনি এলে সেই সমস্যার সমাধান হবে।’’
Topics
Abhishek Banerjee BJP TMC Administration Kolkata